৩৩ জেলায় করোনা ও উপসর্গে ১৮৬ জনের মৃত্যু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-08-2021

৩৩ জেলায় করোনা ও উপসর্গে ১৮৬ জনের মৃত্যু

করোনা ও উপসর্গে ৩৩ জেলায় ১৮৬ জন মারা গেছেন। এরমধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪ জন।

উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন রাজশাহীর ১০ জন, সাতক্ষীরায় ২ জন, ময়মনসিংহে ১৪ জন, কুষ্টিয়ায় ২, টাঙ্গাইলে ২, বরিশালে ১৪ জন।

চট্টগ্রাম বিভাগে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে ১৭, কুমিল্লায় ১৫ ও চাঁদপুরের ৫ জন। এদিকে, রাজশাহী বিভাগে ১৫ জন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৮, নাটোর ও পাবনার ২ জন করে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার তিনজন রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ছিলেন।

খুলনা বিভাগে ৩৬ জন মারা গেছেন। এরমধ্যে খুলনার ৯, কুষ্টিয়ার ১০, ঝিনাইদহে ৬, যশোরে ৫, মেহেরপুরে ৪, নড়াইল ও বাগেরহাটে একজন। এছাড়া সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।  ময়মসিংহে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ৩০ জন মারা গেছেন। এরমধ্যে ময়মনসিংহের ১৭, নেত্রকোণার ৮, জামালপুরের ৪ ও  শেরপুরের ১ জন। তাদের ১৪ জনের করোনার উপসর্গ ছিলো।

সিলেট বিভাগে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটে ১৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারের একজন। বরিশাল বিভাগে করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের ৫, পটুয়াখালী ও ঝালোকাঠির ৪ জন করে এবং ভোলার ১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১৪ জন উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দিনাজপুরের ৪, রংপুরের ৩ ও ঠাকুরগাঁওয়ের ১জন রয়েছেন। এছাড়া গাজীপুরে ৯ ও টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা