পাঁচবিবিতে থানার সামনে ছাত্রদল নেতার ওপর হামলা, পরে মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 09-12-2021

পাঁচবিবিতে থানার সামনে ছাত্রদল নেতার ওপর হামলা, পরে মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে থানা বিএনপির আহ্বায়কের মোটরসাইকেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে থানার গেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় ফারুক হোসেন (২৮) নামে পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নিহত হন। তিনি শহরের দানেজপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় রাতেই পুলিশ ছাত্রলীগের মহীপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল (২৫), কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৬) এবং যুবলীগের নেতা আনিসুর রহমান শিপন (৩৫) ও জীবনকে (২৫) আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচবিবি থানা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম তার মোটরসাইকেল দলীয় কার্যালয়ের বারান্দায় রেখে সভা করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত এসে মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম ডালিম রাতেই পাঁচবিবি থানায় অভিযোগ করতে যান। এ সময় ছাত্রদলের কয়েক জন কর্মী থানার গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলায় ফারুক মারাত্মক আহত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বলে জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা