জাফলং ৩নংওয়ার্ড যুবলীগের উদ্যোগে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মদিন পালিত।


স্টাফ রিপোর্টার দীপন রায় , আপডেট করা হয়েছে : 09-12-2021

জাফলং ৩নংওয়ার্ড যুবলীগের উদ্যোগে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মদিন পালিত।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মদিন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন’র ৩নং ওয়ার্ড যুবলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী অরুণ গোসাই এর পরিচালনায় উক্ত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রফিক সরকার,৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,এসময় আরোও উপস্থিত ছিলেন। পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ওয়ার্ড যুবলীগের সহসভাপতি লিটু আনাম,সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান,সদস্য শ্রী প্রদীপ প্রমুখ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র জন্মদিনের কেক ও আলোচনা সভা করায় ৩নং ওয়ার্ড যুবলীগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শ ক্রমে শহীদ শেখ ফজলুল হক মনি আমাদের প্রাণ প্রিয় সংগঠন যুবলীগকে প্রতিষ্টিত করে ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনি’র আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করে সোনার বাংলা গড়তে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা