সেন্ট্রাল ল’ কলেজে,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নাম ব্যবহার করে ‘ভুয়া কমিটি’


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স: , আপডেট করা হয়েছে : 07-12-2021

সেন্ট্রাল ল’ কলেজে,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নাম ব্যবহার করে ‘ভুয়া কমিটি’

সেন্ট্রাল ল’ কলেজে,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নাম ব্যবহার করে ‘ভুয়া কমিটি’! নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাড নকল করে সেন্ট্রাল ল’ কলেজ শাখার কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। পরে কেন্দ্র থেকে জানানো হয় ওই কমিটি ভুয়া। তবে এর আগেই সেন্ট্রাল ল’ কলেজের শিক্ষার্থীদের মাঝে ফেসবুকে সয়লাব হয়ে যায় প্রকাশিত ভুয়া কমিটি। অনেকে অভিনন্দন জানায় ভুয়া কমিটিতে থাকা ফরহাদ ও এনামুলকে। শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্যাড এবং ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি-সম্পাদক দাবীকরে ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে এমন ভুয়া কমিটি ছড়িয়েছে বিষয়টি জানে না কেউ। ওই প্যাডে নাম থাকা এক শিক্ষার্থী জানান, সেন্ট্রাল ল’ কলেজের ১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তাকে প্রথম এই কমিটি ফেসবুক ম্যাসেঞ্জারে দেয় এবং অভিনন্দন জানায়। ওই শিক্ষার্থীই সবাইকে দিয়েছে বলে দাবি তার। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণ এবং সেন্ট্রাল ল’ কলেজের ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে সেন্ট্রাল ল’ কলেজে বহাল থাকা বৈধ কমিটিকে বিতর্কিত করতেই শনিবার (৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নাম ব্যবহার করে ভুয়া কমিটি দিয়েছে ইকবাল হোসেন ভূইয়া রাসেল ও জিয়াউল হক সুমন তালুকদার নামে দুই বিতর্কিত ভুয়া নেতার বিরুদ্ধে। এ বিষয়ে তাদের সঙ্গে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. সফিকুল ইসলাম এবং শাহবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন খান (রিয়াজ) বলেন, কমিটিতে উল্লেখ থাকা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তাদের অবৈধ কমিটিকে বৈধ করতেই ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’এর নাম ব্যবহার করে ভুয়া কমিটি গঠন করেছে সকাল বিকাল ভুয়া কমিটি সিন্ডিকেট। এদিকে, ভুয়া কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। এ বিষয়ে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ সেন্ট্রাল ল’ কলেজ শাখার সহ-সভাপতি সুপন সরকার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজ শাখার বর্তমান সভাপতি রিমন ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহিম ভাইকে আমরা জানিয়েছি। ইমরান হোসাইন বলেন, ‘এই ভুয়া কমিটি আমাদের কলেজের ও সংগঠনের জন্য সম্মানহানির। আমরা থানায় জিডি করেছি। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী অ্যাডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লা স্যার ও ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি মো. সেলিমুর রহমান সেলিম ভাইয়ের কাছে দাবি, এর সঙ্গে আমাদের কলেজে ভুয়া কমিটি দিয়ে নবীন শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকরে আসছে এদের সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে সমুচিত শাস্তি দেওয়া হোক।’ এ বিষয়ে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা (মশিউর) বলেন, যারা সকাল-বিকাল ভুয়া কমিটি দিচ্ছেন, তাদেরকে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদের সাথে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কোন সম্পর্ক নেই। সেন্ট্রাল ল’ কলেজ শাখার তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজ শাখার সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন মৃধা বলেন, ‘প্রকাশিত কমিটি ভুয়া। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে এরকম কোনো কমিটি গঠনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। এটা নিয়ে তদন্ত করা হবে। আমাদের টিম কাজ করছে, পেছন থেকে যারাই এ কাজের সাথে জড়িত তাদেরকে অবশ্যই খুঁজে বের করে এবার আইনগত ব্যবস্থা নেয়া হবে।





উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা