শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 07-12-2021

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

চতুর্থ দিনে পাকিস্তানের দেয়া ৩০০ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। অভিষেকে খেলতে নেমে ৭ বল খেলে কোন রান না করেই ফিরেন সাঝঘরে। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন বাবর আজমের হাতে।

আরেক ওপেনার সাদমান ইসলাম শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। তারই খেসারত দিতে হলো। সাজিদ খানের কাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন হাসান আলীর হাতে।

মাত্র ২০ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন অধিনায়ক মুমিনুল হক। তিনিও স্থির থাকতে পারেননি। রান আউট হয়ে ফিরেছেন সাজঘরে মাত্র ১ রান করে।

চলতি টেস্টের প্রথম তিন দিনের প্রায় দুই দিন খেলাই হয়নি। প্রথম দিন ৫৭ ওভার খেলা হয়, দ্বিতীয় দিনে ৬ ওভার ২ বল। তৃতীয় গড়ায়নি একটি বলও। আজ চতুর্থ দিনেও খেলা শুরু হয় ৫০ মিনিট পর।

পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে বাংলাদেশের দরকার আরও ২৭৮ রান। সংগ্রহ ৩ উইকেটে ২৭৮ রান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা