রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 07-12-2021

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ সড়ক দুর্ঘটনায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। খোকন পৌরশহরের শিবদিঘী এলাকার বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, খোকন মোটরসাইকেলযোগে নেকমরদ থেকে রাণীশংকৈল আসছিলেন। অপরদিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ফায়ার স্টেশনের সামনে  মুখোমুখি সংঘর্ষে খোকন পাকা সড়কে ছিটকে পড়ে খোকন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা