যাত্রী বহন করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ বাস আটক


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-08-2021

যাত্রী বহন করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ বাস আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় লকডাউন অমান্য করে যাত্রী বহন করায় ৪০টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী এসব বাস আটক করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বেশি ভাড়া নিয়ে লকডাউন অমান্য করে মহাসড়কে রাতে যাত্রবাহী গণপরিবহন চলাচল করে। চন্দ্রা এলাকায় শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট দিয়ে বাস অতিক্রম করার সময় গাজীপুর রিজিয়ানের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশনায় ৪০টি উত্তরবঙ্গগামী বাস আটক করা হয়। তাদের বিরুদ্ধে সালনা হাইওয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, আমরা সরকারের লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছি। কোনো অবস্থাতেই মহাসড়ক দিয়ে গণপরিবহন চলাচল করতে দেওয়া হবে না।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা