বৃষ্টি উপেক্ষা করে টিসিবি’র ট্রাক ঘিরে ক্রেতাদের ভীড়


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 06-12-2021

বৃষ্টি উপেক্ষা করে টিসিবি’র ট্রাক ঘিরে ক্রেতাদের ভীড়

নিত্যপণ্যের বাজারের উত্তাপ থেকে বাঁচতে সাধারণ মানুষের ভীড় বাড়ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ট্রাকের সামনে। সাশ্রয়ী মূল্যে দেওয়া পণ্য কিনতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছে ক্রেতারা।

সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা যায়-বৃষ্টি উপেক্ষা করে টিসিবি’র পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারী-পুরুষ।

টিসিবি সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পিয়াজ বিক্রি করছে টিসিবি। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এ কার্যক্রম চলবে।

ট্রাকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৬ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। এছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পিয়াজ ৩০ টাকা দরে পাওয়া যাবে, যা একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি কিনতে পারবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে গতকাল রবিবার থেকে সারাদেশে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা