চাঁদপুরে আরো ২৬০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫


সিনিয়র রিপোর্টার , মোঃ আনোয়ার , আপডেট করা হয়েছে : 06-08-2021

চাঁদপুরে আরো ২৬০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫

চাঁদপুরে করোনায় নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৭ জন। এছাড়া উপসর্গে মৃত্যু অব্যাহত রয়েছে।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজ (আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টসহ) ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে পজিটিভ ২৬০ জন, নেগেটিভ ৪২৪ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৪৪১ জন। আর চিকিৎসাধীন আছেন ৪,০৮০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১২০ জন, হাজীগঞ্জে ২৬ জন, ফরিদগঞ্জে ২২ জন, মতলব দক্ষিণে ২২ জন,  শাহরাস্তিতে ১৫ জন, মতলব উত্তরে ১১ জন  ও হাইমচরে ৪৪ জন রয়েছে।

এছাড়া মোট মৃত্যু ১৮৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৭০ জন, হাইমচরে ৪ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১২ জন, ফরিদগঞ্জে ২৮ জন, হাজীগঞ্জে ২৫ জন, কচুয়ায় ১০ জন ও শাহারাস্তিতে ২৫ জন। আর আইসোলেশনে রোগীর সংখ্যা ২২১ জন। তার মধ্যে কোভিড ১২০ জন, নন-কোভিড ১০১ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা