ঢালিউড অ্যাওয়ার্ডে আরিফিন শুভর ছবির প্রচারে শাকিব খান!


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 05-12-2021

ঢালিউড অ্যাওয়ার্ডে আরিফিন শুভর ছবির প্রচারে শাকিব খান!

দীর্ঘদিন অপেক্ষার পর মিশন এক্সট্রিম ছবি রিলিজের পর সবার প্রত্যাশা, এই ছবির মাধ্যমে সিনেমা হলে আবার ফিরবে দর্শকেরা। 

এদিকে, গণমাধ্যম যেন আরিফিন শুভ বিভিন্ন কথা ধরতেই ব্যস্ত। সম্প্রতি ছবিটির প্রিমিয়ারে আরিফিন শুভ বলেন, ‘কে আন্তর্জাতিক কাজ করে দেখালো সেটা এখন সবাই জানে’ বিষয়টি নেটিজেনদের ভেতর ভিন্ন এক বিতর্কের সৃষ্টি করে। সবাই ভেবেছেন, শাকি

শাকিব খান গত মাস থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে চ্যানেল আই এওয়ার্ড প্রোগ্রাম, ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। গত ৩ ডিসেম্বর বিশ্বের তিন মহাদেশে সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায়। ৪ ডিসেম্বর আর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় নিউইয়র্কে।

ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে (নিউইয়র্ক) আমাদের একটি ছবি রিলিজ পেয়েছে আপনারা কী জানেন? ছবিটার নাম মিশন এক্সট্রিম। আমাদের দেশকে আমরা যদি ভালোবাসি, তাহলে বাঙালি হিসেবে সবার এই ছবিটা দেখা উচিত।’ এরপরই করতালিতে মুখর হয়ে ওঠে হলরুম। 

প্রিমিয়ারে আরিফিন শুভর সেই বক্তব্যের পরে শাকিব খানের এমন ইতিবাচক মতামত যেন সবাইকে অবাক ও মুগ্ধ করে। 

শাকিব খান ইত্তেফাককে বলেন, ‘কে কখন কোথায় কী বললো তা আমার জানার বিষয় নয়। আমি শুধু বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করি। আমাদের চলচ্চিত্রের যে কোনো প্রসার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাভজনক। সেটা যার ছবিই হোক। যেই অভিনয় করুক না কেন। আমি সেটাকে আমার, আমাদের ছবিই মনে করি। 

এদিকে, মিশন এক্সট্রিম ছবি যুক্তরাষ্ট্রের বিপনন প্রধান বায়োস্কপ ফিল্মস এর রাজ হামিদ বলেন, ‘সত্যিই শাকিব খানের এমন মহানুভবতা দেখে আমি মুগ্ধ। তিনি যে প্রকৃত সুপাস্টার সেটিই প্রমাণ করলেন। সবারই ধারণা ছিল, এত কিছুর পর শাকিব খান এই ছবি নিয়ে কিছু বলবেন না। কিন্তু শাকিব দারুন ভাবে স্বপ্রণোদিত হয়েই ছবির কথা বললেন। সবাইকে বারবার বললেন, মিশন এক্সট্রিম ছবিটি হলে গিয়ে দেখার জন্য।’

বকে ইঙ্গিত করে কথাটা বলেছেন আরিফিন শুভ। তাই দেশের সবচেয়ে দামি সুপারস্টারের কাছ থেকে পাল্টা জবাবের জন্য যেন সবাই অপেক্ষা করছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা