শনিবার থেকে সব মহানগরীতে কার্যকর হবে অর্ধেক ভাড়া'


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 05-12-2021

শনিবার থেকে সব মহানগরীতে কার্যকর হবে অর্ধেক ভাড়া'

আগামী শনিবার থেকে চট্টগ্রামসহ দেশের সকল মহানগরে কার্যকর হবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া। রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

সংবাদ সম্মেলনে এনায়েদ উল্লাহ বলেন, আগামী শনিবার থেকে চট্টগ্রামসহ দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হবে। ভাড়া কার্যকরের সময় হবে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত। শিক্ষার্থীর ইউনিফর্ম ও ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটিতে অর্ধেক ভাড়া কার্যকর হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি কফিল উদ্দিন আহামদ, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-ঢাকার যুগ্ম-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও মৃণাল চৌধুরী প্রমুখ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)