চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় নারী গ্রেফতার


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 05-12-2021

চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে বদিউজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় নিলুফা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নিলুফা হচ্ছে- সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবনপাড়া গ্রামের মোখলেসুর রহমানের স্ত্রী। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, শাহজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবনপাড়া গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে বদিউজ্জামানের সাথে তার চাচাতো ভাই একই গ্রামের মজিবুর রহমান ও মোকলেসুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকাল ৮টার দিকে বদিউজ্জামান রাবনপাড়া এলাকা দিয়ে যাবার সময় মজিবুর রহমান ও মোকলেসুর রহমানসহ ৭/৮ জন মিলে তার পথরোথ করে। এসময় ধারালো হাসুয়া দিয়ে বদিউজ্জামানের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হলে তিনি মারা যান। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মালা দায়ের করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা