ভারতে বাড়ছে সংক্রমণ, নতুন করে সাড়ে ৪৪ হাজার শনাক্ত


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-08-2021

ভারতে বাড়ছে সংক্রমণ, নতুন করে সাড়ে ৪৪ হাজার শনাক্ত

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছে ৪০ হাজারের উপরে। শুক্রবার তা আরও খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে একেবারে ৪৫ হাজারের দোরগোড়ায়, যা কিনা রীতিমতো বিপদসংকেত দিচ্ছে।

শুক্রবার সকালে ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৫৭ হাজার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে অনেকটাই কম।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৯৬ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও বেশ খানিকটা কম। অর্থাৎ, এক ধাক্কায় বেশ খানিকটা বেড়েছে অ্যাকটিভ কেস।

আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ১৫৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ইতিমধ্যেই ভারতে করোনার টিকা পেয়েছেন ৪৯ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৫৯৫ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা