মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, ৩ ঘণ্টা পর ফিরে এলো উড়োজাহাজ


ভোরের ধ্বনি অনলাইন ডেক্স , আপডেট করা হয়েছে : 05-12-2021

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, ৩ ঘণ্টা পর ফিরে এলো উড়োজাহাজ

একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মাঝ আকাশে ফ্লাইটে একজন যাত্রী মারা যাওয়ার যান। ফলে উড্ডয়নের ৩ ঘণ্টা পরে দিল্লি বিমানবন্দরে ফিরে আসে উড়োজাহাজটি।

খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটটি ৩ ঘণ্টা আকাশে ওড়ার পরে দিল্লিতে ফিরে আসে। মাঝ আকাশে হঠাৎ একজন অসুস্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে বিমানবন্দরের চিকিৎসকদের একটি দল ওই উড়োজাহাজের কাছে পৌঁছান। ভালোভাবে পরীক্ষা করার পর ওই যাত্রীকে তারা মৃত ঘোষণা করেন। ওই যাত্রী একজন মার্কিন নাগরিক। তিনি তার স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।

বিমানবন্দরের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন যাত্রীর মৃত্যুর কারণে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রগামী এএল-১০৫ ফ্লাইটটি ফিরে আসে। 

ঘটনার পর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা