সিরিয়ার ইদলিবে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 04-12-2021

সিরিয়ার ইদলিবে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।

২০১৯ সালে সিরিয়ায় মার্কিন বোমাবর্ষণে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা পর্যালোচনার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নির্দেশ দেয়ার কয়েকদিন পরই আবার মার্কিন হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটলো।

সিরিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ইনাব বালাদি জানিয়েছে, কাফর বাত্তিক এলাকায় একজন মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে গতকাল মার্কিন সেনারা ড্রোন হামলা চালায়। এতে একই পরিবারের সাত সদস্য আহত হন যার মধ্যে তিনজন নারী এবং একটি শিশু রয়েছে। তারা সবাই একটি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন।

ইনাব বালাদি আরও জানিয়েছেন, মার্কিন নির্মিত এমকিউ-৯ ড্রোন থেকে মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এর কয়েক ঘণ্টা পর মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তারা তদন্ত করে দেখবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা দাবি করছেন, আল-কায়েদার একজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা