টিকা নিয়েও ইউরোপে কোয়ারেন্টাইন, শিক্ষার্থীদের জন্য ১০ কোটির তহবিল গঠন সিরামের


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-08-2021

টিকা নিয়েও ইউরোপে কোয়ারেন্টাইন, শিক্ষার্থীদের জন্য ১০ কোটির তহবিল গঠন সিরামের

সিরাম ইন্সটিটিউটের করোনা টিকা কোভিশিল্ড নেওয়ার পরেও ভারতীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ইউরোপের কয়েকটি দেশে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এ জন্য ভ্যাকসিন কোম্পানি সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি ভারতীয় শিক্ষার্থীদের জন্য ১০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজন হলে আর্থিক সহায়তার জন্য আবেদন করুন।

জানা যায়, অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকা ভ্যাকসিনই ভারতের বাজারে কোভিশিল্ড নামে ছেড়েছে সিরাম। অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকা ভ্যাকসিনেরই ভারতীয় সংস্করণ সেটি। তবে সিরাম ইন্সটিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন ইউরোপের কয়েকটি দেশ অনুমোদন দেয়নি। ফলে এই টিকা নিয়ে সেসব দেশে গেলে ভারতীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের বাড়তি খরচ লাগছে। তাই শিক্ষার্থীদের সহায়তার জন্য সিরামের পক্ষ থেকে এই তহবিল গঠন করা হয়েছে। 

আদার পুনাওয়ালা এক টুইট বার্তায় লেখেছেন, প্রিয় শিক্ষার্থীরা, যারা বিদেশে পড়তে যাচ্ছেন, কিছু খরচ হয়তো আপনাদেরই বহন করতে হবে। কেননা হাতেগোনা কয়েকটি দেশ কোয়ারেন্টাইন ছাড়া ভ্রমণের জন্য কোভিশিল্ডকে এখনও ভ্যাকসিন হিসেবে অনুমোদন করেনি। এ জন্য ১০ কোটি টাকা সরিয়ে রেখেছি আমি। প্রয়োজন হলে আর্থিক সহায়তার জন্য আবেদন করুন।

ব্রিটেনের তৈরি লাল তালিকা থেকে সরিয়ে ভারতকে আরেক তালিকায় ফেলা হয়েছে। কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের সেদেশে পা দিলেই ১০ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে। যদিও কোয়ারেন্টাইনে থাকার জায়গা তারা পছন্দ করতে পারবে। সূত্র: দ্য ওয়াল


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা