টানা ৬ সপ্তাহ বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 04-12-2021

টানা ৬ সপ্তাহ বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

বিশ্ববাজারে তেলের দাম টানা ছয় সপ্তাহ ধরে কমছে। করোনাভাইরাসের উদ্বেগজনক নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একদিনেই জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ১০ মার্কিন ডলার। তারও পাঁচ সপ্তাহ আগে থেকে বিশ্ববাজারে তেলের দাম ছিল নিম্নমুখী। 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা ছয় সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ২০১৮ সালের পর টানা এত সময় ধরে তেলের দরপতনের ঘটনা ঘটেনি।

এ পরিস্থিতির মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে বিশ্ববাজারে দৈনিক আরও চার লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে ওপেক ও তার মিত্ররা। এতে করে তেলের চাহিদা কমে যাওয়ার শঙ্কার মধ্যে তেলের সরবরাহ বাড়লে বিশ্ববাজারে দাম আরও কমে যেতে পারে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা