অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে মোস্তাফিজকে নিয়ে যে প্রশ্ন


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-08-2021

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে মোস্তাফিজকে নিয়ে যে প্রশ্ন

বাংলাদেশের স্পিনে প্রথম ম্যাচেই কাবু হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা নাসুম আহমেদের ঘূর্ণিবল বুঝে উঠতে পারেননি।

যদিও অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড বেশ কয়েকটি অজুহাত দাঁড় করান। তিনি বলেছিলেন, সদ্য খেলে আসা ওয়েস্ট ইন্ডিজের স্পিনবান্ধব উইকেটের চেয়েও জটিল বাংলাদেশেরটি। মিরপুরের পিচে বল টার্নের পাশাপাশি স্কিডও করে। তাই এর আগে কখনো না খেলা স্পিনারের (নাসুম) ডেলিভারি খেলতে বেগ পেতে হয় তাদের।

তবে দ্বিতীয় ম্যাচেও হার। এই ম্যাচে পেসার মোস্তাফিজে কুপোকাত হয় অজি ব্যাটসম্যানরা। মিরপুরের মন্থর উইকেটে মোস্তাফিজের স্লোয়ার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেশ বিপাকে ফেলে তাদের। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

এখন অস্ট্রেলীয় গণমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে, মোস্তাফিজকে কেন খেলতে পারেননি ফিলিপ-ওয়েডরা? 

‘সিডনি মর্নিং হেরাল্ড’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই কাটার মাস্টার তো অজিদের কাছে অপরিচিত নন। তাকে অনেক খেলেছেন ও দেখেছেন অজিরা। তবু মোস্তাফিজের স্লোয়ার কাটার বুঝতেই পারেননি ব্যাটসম্যানরা।

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘মোস্তাফিজ ১৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং আইপিএলে খেলেছেন তিনটি দলে। কিন্তু সফরকারী দলের কয়েকজন তাকে এমনভাবে খেলেছেন, যা দেখে অনেকের ১৯৯৩ সালে দুর্ভাগা ইংল্যান্ড ব্যাটসম্যানদের শেন ওয়ার্নের মুখোমুখি হওয়ার ব্যাপারটি মনে পড়তে পারে, তখনও তাকে কেউই সেভাবে বুঝে উঠতে পারেননি।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা