বরগুনায় টিকা দেওয়া হয়েছে ৭৩১৬ জন শিক্ষার্থীকে


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 29-11-2021

বরগুনায় টিকা দেওয়া হয়েছে ৭৩১৬ জন শিক্ষার্থীকে

বরগুনা জেলায় ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের ৭ হাজার ৩১৬ জন শিক্ষার্থীকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল বিভাগের বরগুনা জিলা স্কুলে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

টিকা গ্রহণকারীদের মধ্য ৩ হাজার ৩৯৬ জন ছাত্র এবং ৩ হাজার ৯২০ জন ছাত্রী রয়েছে। একটি কক্ষে ৬টি গ্রুপে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা প্রদান করা হয়।

সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার ভাইজার আলমগীর হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কলেজ পর্যায়ে ৫ হাজার ৬৭৯, কারিগরি ৭৮৫, মাদ্রাসার ৭৫২ জন এবং উদ্বোধনী পর্বে ১০০ জনসহ মোট ৭ হাজার ৩১৬ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা