ইউপি নির্বাচনে: গোয়াইনঘাটে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা


জাহাঙ্গীর আলম গোয়াইনঘাট প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-11-2021

ইউপি নির্বাচনে: গোয়াইনঘাটে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে একটানা ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে উপজেলার ছয় ইউনিয়নে ৩টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রোববার উপজেলায় ছয় ইউনিয়নে ভোটের ফলাফলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন। ডৌবাড়ি ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম নিজাম উদ্দিন, তোয়াকুল ইউনিয়নে আওয়ামী লীগের মোহাম্মদ লোকমান, নন্দীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের এস কামরুল ইসলাম আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. মুজিবুর রহমান, রুস্তুমপুরে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির শাহাব উদ্দিন শিহাব ও ফতেহপুরে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন বিজয়ী হয়েছেন। এরআগে রোববার সকাল ৮টা থেকেই ছয়টি ইউনিয়নের ৫৪ টি ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ইউনিয়নেই ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেক কেন্দ্রেই ছিলো ভোটারদের উপস্থিতি। তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দেন। তবে, বেশিরভাগ কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। তবে, কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা