স্বামীর পিঠে চড়ে ভোট কেন্দ্রে রওশন


, আপডেট করা হয়েছে : 28-11-2021

স্বামীর পিঠে চড়ে ভোট কেন্দ্রে রওশন

তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। অন্যান্য ইউনিয়নের মতো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ভোট দিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সরব উপস্থিতি দেখা গেছে। 

রবিবার দুপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়,  উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে জানান ভোটাররা। এই সময় স্বামীর পিঠে চড়ে কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন আক্তার নামের এক নারী ভোটার। ত্রিশাল উপজেলায় আমিরাবাড়ী ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। রওশন জানান, তার বয়স যখন ৫ বছর তখন টাইফয়েডে অচল হয়ে যায় তার দুই পা। হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকেভোট দিয়ে তিনি বলেন, আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা