হাফ পাস আন্দোলন কি জটিল হয়ে উঠছে?


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 28-11-2021

হাফ পাস আন্দোলন কি জটিল হয়ে উঠছে?

রাজধানী ঢাকায় আরও তীব্র হচ্ছে ‘হাফ পাস’ আন্দোলন। শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে অন্তত নয়টি ভিন্ন ভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিন তারা নয় দফা দাবি তুলে ধরেছেন। বিকেলে পরিবহন মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে ‘হাফ পাস’ কার্যকরের জন্য ভর্তুকি দাবি করেছেন মালিকরা। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন বাড়ানো ও শিক্ষার্থীদের আলাদা পরিবহন পাস দেওয়া নিয়েও কথা উঠেছে।nআন্দোলনরত শিক্ষার্থীদের আগের ৫ দফা দাবির সঙ্গে সংযোজন-বিয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) পক্ষ থেকে ৯ দফা দাবি তোলা হয়েছে। এগুলো হলো, ১) শিক্ষার্থীসহ সড়কে সব হত্যার বিচার করতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে; ২) সারাদেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে; ৩)  গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণের চলাফেরার জন্য যথাস্থানে ফুটপাত, ওভারব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে; ৪) সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ৫) পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস তৈরি করতে হবে; ৬) সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট মহলকে নিতে হবে; ৭) বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে; ৮) ঢাকাসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় ও আধুনিক করতে হবে; ৯) জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক আইনকে পাঠ্যসূচির অংশ করতে হবে এবং ১০) মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা