খেলা দেখানোর দাবিতে টুইটারে জরিপ শুরু সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-08-2021

খেলা দেখানোর দাবিতে টুইটারে জরিপ শুরু সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকার

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে হেরেছে অস্ট্রেলিয়া। তবে ‘ব্যবসায় ক্ষতি হবার শঙ্কা থেকে’ সিরিজটি সম্প্রচার করছে না অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলগুলো।

১৯৯৪ সালে পাকিস্তান সফরের এমনটা করেছিল অস্ট্রেলিয়ান স্পোর্টস চ্যানেলগুলো। এবার সেটি করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সিরিজে। তবে পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় দেশটির সমর্থকদের আগ্রহ বেড়েছে এই সিরিজের প্রতি। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলরা খেলা দেখতে হন্য হয়ে খুঁজছেন ওয়েব লিংক, করেছেন টুইটও।

দেশটির সাবেক ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন টুইটারে জরিপ শুরু করে দিয়েছেন দ্বিতীয় ম্যাচ শেষে। দেশটির স্পোর্টস চ্যানেল ‘ফক্স স্পোর্টস’-কে ট্যাগ করে প্রশ্ন রেখেছেন, ফক্স স্পোর্টসের কি এই সিরিজটা দেখানো উচিত? তার এমন জরিপে ৯০ শতাংশ ভোট পড়েছে খেলা দেখানোর পক্ষে। ড্যামিয়েন মার্টিন আরেকটি টুইটে লিখেছেন, সিরিজটি কাভার করতে বাংলাদেশেই যেতে হবে এমন কোনো কথা নেই। এটা অস্ট্রেলিয়া থেকেও করা যায় এবং তা অসংখ্যবার করা হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা