জেএমবির শীর্ষ জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 23-11-2021

জেএমবির শীর্ষ জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

ধর্মান্তরিতের অভিযোগে গণি গোমেজকে হত্যা করেন জেএমবির শীর্ষ জঙ্গিরা। ওই হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয় জঙ্গি সালাউদ্দিন সালেহীন ও রাকিব হাসানের। সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের আপিল বিচারাধীন ছিল। কিন্তু জঙ্গি হামলা সংক্রান্ত এক মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে পুলিশের অভিযানে জঙ্গি রাকিব নিহত হন। কিন্তু পালিয়ে যান জঙ্গি সালেহীন। এই দুই জঙ্গির বিষয়ে রাষ্ট্রপক্ষের দাখিলকৃত তথ্য পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালেহীনের আপিল খারিজ করে দেয়। অপর জঙ্গি রাকিব নিহত হওয়ায় তার আপিল বাতিল ঘোষণা করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা