তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক : বাহাউদ্দিন নাছিম


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 22-11-2021

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক।

সোমবার বিকালে রামপুরায় ওয়াপদা পাওয়ার হাউজ মাঠে ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানার অন্তর্গত ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬টি ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, সিঙ্গাপুরে টাকা পাচারের দায়ে তারেক রহমান সাত বছরের সাজাপ্রাপ্ত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এই দুর্নীতির রাজপুত্র তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানাই। 

তিনি বলেন, দেশের বাইরে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে, মানুষের জীবন বিষিয়ে তুলছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে নিক্ষেপ করা হোক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক।  

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে উগ্র-সাম্প্রদায়িক শক্তির দেশ বানাতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সুদানের মতো বানাতে চায়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কখনো তা হতে দেবো না। 

ইউনিট সম্মেলনকে স্বাগত জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, আদর্শবান ত্যাগী নেতার মাধ্যমেই যোগ্য নেতৃত্ব সম্ভব। আজকের এই সম্মেলনের জন্য শুভ কামনা। তৃণমূলের সঠিক নেতৃত্বের মাধ্যমেই আওয়ামী লীগ শক্তিশালী হবে। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ এমপি। প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ সহ ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা