আবারও মাদুরোর দলের বাজিমাত


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 22-11-2021

আবারও মাদুরোর দলের বাজিমাত

ভেনেজুয়েলার ক্ষমতাসীন নিকোলাস মাদুরোর বামপন্থি সরকার এবার স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনেও বড় ধরনের সফলতা পেয়েছে। মাদুরোর সমাজতান্ত্রিক দল ২০টি গর্ভনর পদে জয়লাভ করেছে, বিপরীতে মাত্র তিনটিতে জয় পেয়েছেন বিরোধীরা। খবর রয়টার্স এর।

আজ সোমবার ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল (সিএনই)-র ঘোষিত প্রাথমিক ফলাফলে মাদুরোর দলের বাজিমাতের এই খবর জানানো হয়। এরই মধ্যে বিজয় উদযাপনে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘এই বিজয় আনন্দের। এটা অবশ্যই উদযাপন করা হবে।’

উল্লেখ্য, স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভরাডুবির ফলাফলের পর কার্যত আরও পেছনের দিকে চলে গেছে বিরোধী দলগুলো। একইসঙ্গে বিপর্যয়কর এই ফলাফল দেশটির বিরোধী নেতাদের জন্য বেশ বড় ধাক্কা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। যদিও বিরোধীরা ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ২০২০ সালের কংগ্রেশনাল নির্বাচন বয়কট করেছিলেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা