ইরানের মাহান এয়ারে সাইবার হামলা


স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 22-11-2021

ইরানের মাহান এয়ারে সাইবার হামলা

ইরানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স মাহান এয়ার সাইবার হামলার শিকার হয়েছে। তবে  সাইবার হামলার কথা জানতে পেরে বিমানের নিরাপত্তা টিম তা নস্যাৎ করে দিয়েছে।

রবিবার সংশ্লিষ্ট কোম্পানি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

মাহান এয়ারের জনসংযোগ দপ্তরের মহাপরিচালক আমির হোসেইন যোল-আনওয়ারি বলেছেন, এ ধরনের সাইবার হামলা নতুন কিছু নয় বরং বেশ কয়েকবার সফলতার সাথে এমন সাইবার হামলা তারা মোকাবেলা করেছেন। খবর-পার্সটুডের।

তিনি বলেন, সাম্প্রতিক সাইবার হামলার কথা জানতে পেরে বিমানের নিরাপত্তা টিম বিচক্ষণতার সাথে তা নস্যাৎ করেছে এবং সময়মত সব কিছু হয়েছে।

যোল-আনোয়ারি বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ফ্লাইট সিডিউল অনুযায়ী চলবে এবং কোনো ধরনের পরিবর্তন আনা হলে তা আগেই জানিয়ে দেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা