দুই পাচারকারী আটক বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-11-2021

দুই পাচারকারী আটক বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ

যশোরের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার মোক্তার আলীর ছেলে মো. লিটন মিয়া (২৮) এবং একই থানার আলী কদর মন্ডলের ছেলে মো. শাহজাহান মন্ডল (৩২)।

জানা যায়, বৃহস্পতিবার বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন সংবাদে পুটখালী বিওপি'র টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপরে তল্লাশি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি মোটরসাইকেল আরোহী স্বর্ণ পাচারকারী দলের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২টি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত দুই স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং জব্দকৃত মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা