এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হবিগঞ্জে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-11-2021

এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হবিগঞ্জে

হবিগঞ্জে ১৮ হাজার (এইচএসসি ও সমমান) পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। এদিন সকালে হবিগঞ্জ পৌর টাউন হলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এসময় অন্যান্যের মাঝে সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল উপস্থিত ছিলেন।

প্রতিদিন ২ হাজার পরীক্ষার্থীকে পৌর টাউন হলে ফাইজারের টিকা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসন। পরীক্ষার্থীদের উৎসাহ নিয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা