গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত


গাইবান্ধা প্রতিনিধিঃ শফিকুল ইসলাম সাগর , আপডেট করা হয়েছে : 18-11-2021

গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত

গাইবান্ধা জেলার পলাশবাড়ী‌ উপজেলায় কৃষক হাসান হত্যা মামলায় জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত ও অপর ৮ জন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় হাসান নামে এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত ও অপর ৮ জন‌কে খালাস  দিয়েছে আদালত। জেষ্ঠ্য জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ রায় দেন। দণ্ডিতরা হলেন পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান নজরুল ইসলম লেবু, আবদুর রউফ, জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক মিয়া, মিজানুর রহমান ও আবু তালেব। জানা যায়, পুলিশ এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে। এই মামলায় অপর ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা