ভালুকায় জমি নিয়ে বিরোধে স্কুল ছাত্রসহ ৫ জন আহত।


ময়মনসিংহ প্রতিনিধিঃ আমিনুল ইসলাম , আপডেট করা হয়েছে : 18-11-2021

ভালুকায় জমি নিয়ে বিরোধে স্কুল ছাত্রসহ ৫ জন  আহত।

ময়মনসিংহ: ভালুকা উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষে স্কুল ছাত্রসহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। বুধবার ১৭নভেম্বর সকাল ৯ টায় উপজেলার মল্লিকবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইমতিয়াজ আহমেদ বাদী হয়ে সহোদর ভাই সহ ৫ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, বিবাদীরা হলেন একই এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে আঃ সামাদ (৫৫), তার ছেলে রিদয় মিয়া (২৮), ভাতিজী হিনা আক্তার( ২৫) ভাই জামাল উদ্দিন (৫২), তার স্ত্রী শাহনাজ আক্তার (৪৫)। সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী মৌজার ৪৭ ও ৪৫ নং দাগে আনুমানিক দশ বছর পূর্বে আবুল কাশেম (পাকিস্তানীর) কাছ থেকে হাবিবুর রহমান তার দুই ছেলের নামে ২২ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে ছিলেন। কিছু দিন পূর্বে ঐ জমি স্থানীয় বিচারক ও লোকজন নিয়ে দুই ছেলের মধ্যে ১১শতক করে ভাগ ভাটোয়ারা করে দেয়া হয়। ঘটনার দিন সকালে বড় ছেলে জামাল উদ্দিনের পক্ষ নিয়ে স্থানীয় তার মেয়ের শশুর আঃ সামাদের নির্দেশে তার ছেলে রিদয় মিয়ার নেতৃত্বে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই জমি দখলের জন্য হামলা করে। অভিযোগে জানাযায়, হাবিবুর রহমানের ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ কড়াতি দিয়ে জমি থেকে একাশি গাছ কাঠতে গেলে বিবাদীদের হামলায় তার স্কুল পড়ুয়া ছেলে মাহিম(১১) ও স্ত্রী মুক্তা আক্তার এবং লোহার শাবলের আঘাতে তার একটি দাত পরে মারাত্মকভাবে আহত হন। এ সময় ঘটনা সামলাতে গিয়ে জমি বিক্রেতা আবুল কাশেম পাকিস্তানী, কড়াতিসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও বিবাদী পক্ষে জামালের মেয়ের জামাই রিদয় মিয়া আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা করে চলে যায়। ইমতিয়াজ আহমেদ জানান, আমার ভাতিজি হিনার শশুর আঃ সামাদের নির্দেশে আমাদের ক্রয়কৃত ভোগ দখল করা জমি তার ছেলে রিদয় মিয়া ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় আমরা বাঁধা দিলে তাদের হামলায় আমার ছেলে, আমি নিজে ও আমার স্ত্রীসহ সপরিবারে আহত হই। বৃদ্ধা হাবিবুর রহমান জানান, আমার বড় ছেলে জামাল উদ্দিন তিন তলা বাড়ীর মালিক ও সাবলম্বী কিন্তু আমাকে ও আমার স্ত্রীকে কোন ভরণপোষন এমনকি চিকিৎসা ভাবৎ কোন খরচ পত্র দেয় না। বর্তমানে ছোট ছেলের সাথে পুরাতন মাটির ভাংগা ঘড়ে কোনমতে জীবন যাপন করছি। এ সময় জামালের মা কান্না করে বলেন, নিজের ঐষধ কিনার টাকা পয়সা নেই বলে ছেলের কাছে চাইলে দেয় না "কত কষ্ট করে পুতেরে পালছি পুতের অনেক টেহা অাছে আংগরে এহন দেহেনা"। এ ব্যাপারে স্থানীয় মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন জানান, উভয় পক্ষে জমি নিয়ে মারামারি হয়েছে, পূর্বে এ নিয়ে এলাকার লোকজন উভয় পক্ষের মধ্যে আপোষ করে দিয়েছিল। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, জমি নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা