তিন দিনব্যাপী বইমেলা গাজীপুরে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-11-2021

তিন দিনব্যাপী বইমেলা গাজীপুরে

বই মোদের স্বপ্নের তরী, জ্ঞান সমুদ্র দেব পাড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর আইডিয়াল পাবলিক কলেজে  তিন দিনব্যাপী 'আইডিয়াল বই মেলা' শুরু হয়েছে। 

উক্ত বইমেলায় ১০টি স্টলে বাচ্চাদের বই, মুক্তিযুদ্ধভিত্তিক বই, বিভিন্ন গল্প-উপন্যাসসহ মোট ৫ হাজার রকমের বই পাওয়া যাবে। বই মেলার আয়োজক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও প্রযুক্তিগত কারণে শিক্ষার্থীদের বই পড়ার  মনেযোগ কমে গেছে। তাদেরকে বইমুখী করার মানসে অন্যান্যবারের মতো এবারো এ মেলার আয়োজন করা হয়েছে। 

জানতে হলে পড়তে হবে। জ্ঞানের পরিধি বাড়াতে বই পড়ার বিকল্প নেই। বই প্রেমিকরা স্বাচ্ছন্দ্যে বই কিনে জ্ঞানের রাজ্যে প্রবেশ করার উদ্দেশ্যে এ ধরনের বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত বইমেলা জ্ঞান পিপাসুদের জ্ঞান আহরণে সহায়তা হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, বেগম সুফিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. বশির উদ্দিন, মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা মো. নুর মোহাম্মদ মামুনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা