ফিচার দূরে রাখবে সোশ্যাল মিডিয়া থেকে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-11-2021

ফিচার  দূরে রাখবে সোশ্যাল মিডিয়া থেকে

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম লাগাম ছাড়া ব্যবহার করেন। এতে মাঝে মাঝে নিজের প্রয়োজনীয় কাজে ব্যাঘাত ঘটে। এর থেকে পরিত্রাণ আনতে ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার ‘টেক এ ব্রেক’। আগামী ডিসেম্বর মাসেই এই সেবা চালু হবে। খবর দি ভার্জ’র।

এর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীদের রিমাইন্ড দেওয়া হবে একটা ব্রেক নেওয়ার জন্য। এটি যেন সবার নজরে আসে তার জন্য স্ক্রিনজুড়ে দেওয়া হবে বার্তা। ফলে ব্যবহারকারী সুবিধা অনুযায়ী এটি শিডিউল করে রাখতে পারবেন। 

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, নতুন এই অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এটি তৈরি করছে থার্ড-পার্টি এক্সপার্ট গ্রুপ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা