চুনের কন্টেইনারে মিললো বিদেশি মদ


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 18-11-2021

চুনের কন্টেইনারে মিললো বিদেশি মদ

মোংলাবন্দর জেটি থেকে চুনের কন্টেইনার মিললো বিদেশি মদ। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বন্দর জেটির দুই নম্বরে ইয়ার্ডে থাকা একটি কন্টেইনার থেকে এই মদ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। মোংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. মহিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এই বিষয়ে ডেপুটি কমিশনার মো. মহিবুর রহমান জানান, ঢাকার নিউমার্কেট ঠিকানার ফাহাদ ট্রেডিং নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান কুইক লাইম (চুন) আমদানির ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে এক কন্টেইনার পণ্য আনেন। গত মার্চ মাসে পণ্যসহ এ কন্টেইনারটি মোংলাবন্দরের জেটিতে আসে। এরপর নিয়ম অনুযায়ী আমদানিকারক প্রতিষ্ঠানের এ পণ্য কাস্টমসে এন্ট্রি করার বিধান রয়েছে। এক মাসের মধ্যে এন্ট্রি করে তা ছাড়িয়ে নেওয়ার নিয়ম থাকলেও দীর্ঘ ৭/৮ মাসে তা না করায় ওই কন্টেইনারটি নিলামে দেওয়ার উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ।   

তিনি বলেন, কন্টেইনারে থাকা পণ্য নিলাম করার জন্য মঙ্গলবার ২০ ফুট দৈর্ঘের ওই কন্টেইনারটি খুললে তার মধ্যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশী মদ পাই। অথচ ঘোষণা অনুযায়ী তাতে থাকার কথা চুন। মূলত আমদাননিকারক এ প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণা দিয়ে চুনের বদলে বিদেশী মদ আমদানি করেছেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক আইন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কন্টেইনারটিতে কি পরিমাণ বিদেশী মদ এবং এর মূল্য কত তা তাতক্ষনিক ভাবে জানাতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। কন্টেইনার থেকে মদ বের করে গণনা শেষে পরিমাণ ও দামের বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন তারা।  

জেটি থেকে মদ জব্দের সময় কাস্টমসের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা