মোংলায় বাল্কহেড ডুবি, ২ জনের লাশ উদ্ধার


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 18-11-2021

মোংলায় বাল্কহেড ডুবি, ২ জনের লাশ উদ্ধার

মোংলাবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা বোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় নিঁখোজ হওয়া ৫ স্টাফের মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে একজন ও সন্ধ্যায় আরও একজনের লাশ উদ্ধার করে ডুবরিরা। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। তাদের সন্ধানে দুর্ঘটনাকবলিত এলাকায় অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও স্থানীয় ডুবরি দল। মোংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোংলাবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে এম,ভি ফারদিন নামের বাল্কহেডটি ডুবে যায়। এই সময় বাল্কহেডটিতে ৭ জন স্টাফ ছিলেন। দুর্ঘটনাকালে ২ জন উদ্ধার হলেও নিঁখোজ থাকেন ৫ জন। কয়লা নিয়ে ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল বাল্কহেডটির।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা