মাদরাসা-দোকান-বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বগুড়ায়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-11-2021

মাদরাসা-দোকান-বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বগুড়ায়

বগুড়ার শিবগঞ্জে জ্বালানী তেলের দোকান থেকে লাগা আগুনে কয়েকটি দোকান, বাড়ি ও মাদ্রাসা ভস্মীভূত হয়েছে। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা - সোনাতলা সড়কে ভাই ভাই বেকারির সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ২ টার দিকে সোনাতলা সড়কে ফ্রেন্ডস ট্রেডার্স নামের একটি জ্বালনী তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও বাড়িতে। আগুনে মানিক মিয়া নামের এক ব্যক্তির খুচরা যন্ত্রাংশের দোকান ও দোকানটিতে রাখা ৮ টি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপ তোষকের দোকান ও একটি মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল পেট্রোলের দোকান এবং অমিত সাহার তেল পেট্রোলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের পিছনে অবস্থিত একটি অনাবাসিক মহিলা মাদ্রাসা আগুনে ভস্মীভূত হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দোকানের ভিতরে থাকা সকল পণ্য ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি তারা। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার স্টেশন ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার স্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা