স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-11-2021

স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন  ময়মনসিংহে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী ইমাম মেহেদী হাসানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও পরিবার। 

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিখোঁজের স্ত্রী স্ত্রী মোনতা হেনা পিংকি।

এসময় তিনি জানান, গত ৬ নভেম্বর ফুলবাড়িয়ায় নিজের ফিসারী থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী ইমাম মেহেদী হাসান নিখোঁজ হন। ওইদিন বিকেল পাঁচটার দিকে একটি সাদা মােইক্রোবাস ও দুইটি মোটরসাইকেলযোগে একদল লোক মেহেদী হাসানকে উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তিনি নিখোঁজ স্বামীকে দ্রুত ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। এসময় নিখোঁজ মেহেদী হাসানের দুই শিশুকন্যা ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা