সিলেট ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার


স্টাফ রিপোর্টারঃজাকির হোসেন সুমন , আপডেট করা হয়েছে : 17-11-2021

সিলেট  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

সিলেট মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পেশাদার শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র‌্যাব-৯। (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ৯। গ্রেপ্তারকৃত পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আলী হোসেন (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার কাঞ্চনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার আশোক মিয়ার কলোনিতে বসবাস করে আসছে। র‌্যাব-৯ সূত্রে জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল নগরীর বন্দরবাজার এলাকার মশরাশিয়া রেস্টুরেন্টের সামন থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ১হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এসএমপি’র কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মো. আলী হোসেন (৩০) স্বীকার করে যে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নামে মাদক চুরি ও মারামারির মামলা বিচারাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা