মেরিনা পেলেন সম্মানজনক সন পদক বাংলাদেশি স্থপতি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-11-2021

মেরিনা পেলেন সম্মানজনক সন পদক বাংলাদেশি স্থপতি

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক জিতেছেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি মেরিনা তাবাসসুম। লন্ডনের স্যার জন সন জাদুঘর কর্তৃপক্ষ প্রতিবছর এ পুরস্কারে ভূষিত করেন একজন স্থপতিকে।

স্থানীয় সময় মঙ্গলবার এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সন পদক জেতার বিষয়ে মেরিনা জানান, আমি ভেবেছিলাম আমার সঙ্গে হয়তো রসিকতা করা হচ্ছে। কারণ আগে যারা এ পুরস্কার জিতেছেন তাদের তুলনায় আমি এখনো ভালো করার চেষ্টা করছি। প্রতিনিয়ত আমি সে চেষ্টা করে যাচ্ছি।

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় প্রথম দিকেই রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ভুক্তভোগী উপকূলের মানুষরা। এর সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা সঙ্কট। উপকূলবর্তী মানুষ ও রোহিঙ্গাদের জন্য সময়োপযোগী বাসস্থান নকশায় মনোযোগ দিয়েছেন মেরিনা। 

সুলতানি আমলের স্থাপত্যের আদলে বায়তুর রউফ মসজিদের নকশা করে বেশি জনপ্রিয় হন মেরিনা তাবাসসুম। ২০১৬ সালে তিনি সম্মানজনক আগা খান পুরস্কার লাভ করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা