ভাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 17-11-2021

ভাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা ও রাজেশ্বরদী গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াটা থেকে রাত ১২টা পর্যন্ত ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ট্রাফিক পুলিশ এই অভিযান পরিচালনা করে।

অভিযানে পুলিশ ৪৪টি ঢাল, ২০টি কাতরা, ২২টি কালি, ৫টি টেঁটা ও ৮টি অবৈধ মোটরসাইকেলসহ বেশকিছু লাঠি উদ্ধার করে। এ ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন খান বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ও ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তবে আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা থানা পরিদর্শক তদন্ত বিকাশ মন্ডল জানান, আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করি। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী। অভিযানের খবর পেয়ে গ্রাম দুটি পুরুষ শূন্য হয়ে যায়। এ কারণে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনি গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে। এসময় ২১টি টিনের তৈরি ঢাল, ২৫টি বল্লম, ৬টি টেঁটা, ২টি বড় আকারের রামদা, শতাধিক বাঁশের তৈরি লোহাযুক্ত কালি ও বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করা হয়েছিল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা