মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার টাঙ্গাইলে মাওলানা ভাসানীর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-11-2021

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার টাঙ্গাইলে মাওলানা ভাসানীর

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মাওলানা ভাসানীর অসাম্প্রদায়িক চেতনা শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোর্স শিক্ষক সৈয়দ ইরফানুল বারী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সৈয়দ মওদুদ-উল-হক।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)