ফাইজারের টিকা প্রদান শুরু বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-11-2021

ফাইজারের টিকা প্রদান শুরু বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের

বরিশালে জেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। 

এসময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তদরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

শিক্ষা বিভাগ সূত্র জানায়, স্টেডিয়ামে গতকাল জেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন জেলার ১০ উপজেলার এক হাজার ২শ’ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামে জেলার ১০ উপজেলার ১৭ হাজার একশ’ হাজার এইচএসসি শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। 

পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা। টিকা প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্যদের টিকা দেওয়া হবে। 

এর আগে গত সোমবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তন কেন্দ্রে মহানগরীর সকল এইচএসসি শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মহানগরীর ৭ হাজার ৩শ’ ৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা