৩ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে খাদ্যে ভেজাল দেওয়ায়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-11-2021

৩ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে খাদ্যে ভেজাল দেওয়ায়

খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ১৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিরাজগঞ্জ সদরের কাশিয়াহাটা সোরহাব অয়েল মিল মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা, একই এলাকার ভাই ভাই অয়েল মিলে ২০ হাজার টাকা, ইলিয়াস অয়েল মিলে ২০ হাজার টাকা, নিরব ফ্লাওয়ার মিলে ২০ টাকা, মা রাইস মিলে ১৫ হাজার টাকা, মা-বাবার দোয়া রাইস মিলে ১৫ টাকা, যমুনা অয়েল মিলে ৩০ হাজার, কালিয়া হরিপুরের তালুকদার ফুডের কাছ থেকে ৫০ হাজার টাকা, উল্লাপাড়া উপজেলার মামা ভাগ্নে হোটেলে ২০ হাজার টাকা, একই উপজেলার রাকিব মেডিকেল হলে ২০ হাজার টাকা, মুক্তা সুপার হোটেলে ২০ হাজার টাকা ভাই ভাই হোটেল ১০ হাজার টাকা এবং তাড়াশের খালকুলা এলাকার জনতা হোটেলের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাবের সহযোগিতায় সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সোমবার দিনভর এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা