পত্রলেখা বিয়েতে বাংলা হরফে ভালোবাসার বার্তা খচিত ওড়না পরে আলোচনায়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-11-2021

পত্রলেখা বিয়েতে বাংলা হরফে ভালোবাসার বার্তা খচিত ওড়না পরে আলোচনায়

বলিউডের আলোচিত যুগল রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে জনপ্রিয় বাঙালি ডিজাইনার সব্যসাচীর পোশাক পরেছিলেন পত্রলেখা। সব সাজ ছাপিয়ে অভিনেত্রীর ওড়না নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ওড়নায় বাংলায় লেখা ছিল ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’।

বলিউডে কাজ করলেও পত্রলেখা আদতে বাঙালি। বিয়েতেও থাকলো সেই বাঙালিয়ানার ছোঁয়া। বিয়েতে সাদা শেরওয়ানি পরেছিলেন রাজ, সঙ্গে লাল পাগড়ি। লাল বেনারসি পরেছিলেন পত্র। 

বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজকুমার লিখেছেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’

পত্রলেখাও লিখেছেন, প্রেমিক, প্রিয়সঙ্গী, পরিবার ও আত্মার সঙ্গীকে বিয়ে করেছি। রাজ, তোমার স্ত্রী হওয়ার চেয়ে আর কোনো ভালো অনুভূতি হতে পারে না।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা