মিয়ানমারে ১১ বছরের সাজা শোনানোর ৩ দিন পরই মার্কিন সাংবাদিককে মুক্তি


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 16-11-2021

মিয়ানমারে ১১ বছরের সাজা শোনানোর ৩ দিন পরই মার্কিন সাংবাদিককে মুক্তি

অবশেষে ১১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটার মুক্তি দিয়েছে মিয়ানমার। সোমবার সামরিক জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

জানা গেছে, গত শুক্রবার তাকে কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। তবে সাজা ঘোষণার তিনদিন পর সোমবার মুক্তি পেয়েছেন ৩৭ বছর বয়সি ড্যানি ফেন্সটার। তিনি মুক্তির পরই একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মিয়ানমার ছেড়েছেন।

এদিকে, ড্যানি ফেন্সটারকে কেন মুক্তি দেয়া হল সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসন তার মুক্তির বিষয়ে সমঝোতা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গেল মে মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় আটক করা হয় ড্যানিকে। পরে ইমিগ্রেশন আইন ভঙ্গসহ বিভ্ন্নি অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা