সে আশায় গুঁড়ে বালি আপাতত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

সে আশায় গুঁড়ে বালি আপাতত

গতকাল রাতে হঠাৎ মনে হলো মেয়েকে বিদ্রোহী কবিতার আবৃত্তি শেখাই, তো শুরু করলাম শেখানো

বল বীর.... মেয়ে বললো শুধু বীর 

বললাম মা বলো, বল বীর.. ও বলে, শুধু বীর 

পরের লাইনে যেয়ে বললাম, বল উন্নত মম শির! যথারীতি ওহ বল বাদ দিয়ে, শুধু উন্নত মম শির বললো 
বুঝতে পারছিলাম ওহ 'বল বীর' বলাতে বুঝছিল, ওকে বীর বলতে বলেছি পরে আমি কৌশল পরিবর্তন করে 
বললাম 
মা বলো, বল বীর... তখন সে সুন্দর করে বললো বল বীর, যখনি পরের লাইনে গিয়ে বললাম বলো, বল 

উন্নত মম শির
আমার মেয়ে আমাকে বিস্মিত করে দিয়ে বললো, বলো বল উন্নত মম শির, এখন আবার দুটি করে বলো এ্যাড করছে! 

অবশেষে আমি সব বাদ দিয়ে বললাম, আচ্ছা ঘুমাও! ওদিকে আমার সহধর্মিণী আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ! 

আমি শখ করেছিলাম, বাবা, মেয়ে একসাথে বিদ্রোহী কবিতা পড়বো, সে আশায় গুঁড়ে বালি আপাতত

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা