জার্মানিতে টিকা নিতে অনিচ্ছুক মানুষের জন্য লকডাউনের সম্ভাবনা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

জার্মানিতে টিকা নিতে অনিচ্ছুক মানুষের জন্য লকডাউনের সম্ভাবনা

লাগামহীন করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রায় দলমত নির্বিশেষে জার্মানির রাজনীতিকরা কড়া পদক্ষেপ নিতে ঐকমত্যে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে চলতি সপ্তাহেই জোরালো উদ্যোগ আশা করা হচ্ছে।

জার্মানিতে কার্যত প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে। প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার সোমবার এই প্রথম ৩০০ পেরিয়ে গেল। বিশেষ করে দক্ষিণ ও পূর্বের কিছু অঞ্চলে সেই হার এমনকি কিছু জায়গায় এক হাজার পেরিয়ে গেছে। এই অবস্থায় বিদায়ী ও সম্ভাব্য সরকারের উপর কড়া পদক্ষেপ নেবার জন্য চাপ বেড়েই চলেছে। সম্ভাব্য ট্রাফিক লাইট কোয়ালিশনের তিন শরিক দল প্রথমে লকডাউন বা মানুষের মধ্যে যোগাযোগ কমানোর সম্ভাবনা উড়িয়ে দিলেও বাধ্য হয়ে এমন পদক্ষেপের সুযোগ চালু রাখছে। ফলে ২৪ নভেম্বরের পর মহামারিজনিত জরুরি অবস্থার মেয়াদ শেষ হলেও সরকার ও প্রশাসন করোনা মহামারি মোকাবিলায় কার্যত সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিতর্ক চলছে। সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও সবুজ দলের জোট ক্ষমতায় আসার আগেই সংক্রমণ সুরক্ষা আইনে পরিবর্তনের যে প্রস্তাব পেশ করেছে, তার মধ্যে লকডাউনের মতো পদক্ষেপও অন্তর্গত করা হচ্ছে। সেই সঙ্গে সুযোগ সত্ত্বেও করোনা টিকা নিতে অনিচ্ছুক মানুষের উপর চাপ আরও বাড়ানো হচ্ছে। এমনকি ট্রাম-বাস-ট্রেনের মতো গণপরিবহন ব্যবস্থা থেকে তাদের বঞ্চিত করার কথাও ভাবা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য ক্ষেত্রেও এমন মানুষের প্রবেশাধিকার বন্ধ করার উপায় থাকবে। অর্থাৎ অস্ট্রিয়ার মতো আনুষ্ঠিকভাবে না হলেও কার্যত জার্মানির অনেক অংশে ‘লকডাউন ফর দ্য আনভ্যাকসিনেটেড' চালু করা হতে পারে।

মূলত উদারপন্থী এফডিপি দলের আপত্তির কারণেই এতদিন নতুন করে লকডাউনের মতো কড়া পদক্ষেপ ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বাতিল করতে হচ্ছিল। ইনসিন্ডেসের মাত্রা ৩০০ পেরিয়ে যাওয়ায় সেই দলও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে। সপ্তাহান্তে এসপিডি ও সবুজ দলের সঙ্গে আলোচনার পর প্রস্তাবিত নতুন পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছে এই দল।-ডয়চে ভেলে


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা