আমনের মাঠে মৌ-মৌ গন্ধ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

আমনের মাঠে মৌ-মৌ গন্ধ

মৌলভীবাজারে কৃষকরা আমন ধান ঘরে তুলতে শুরু করেছেন। পাকা আমন ধানের গন্ধে ভরে উঠছে আবহমান গ্রামীণ জনপদ। সোনালি মাঠ এখন হেমন্তের পাকা ধানে ভরপুর। মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটার উৎসব। কেউ কেউ ধান সংগ্রহ শুরু করছেন আর কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন।

কৃষকরা এখন ধান কাটা, বাড়িতে আনা, মাড়াই দেওয়া, মাড়াইকৃত ধান শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ও বৃষ্টিপাত কম হওয়ায় জেলার কাউয়াদিঘি ও হাইল হাওরের নিন্মাঞ্চলের অনাবাদি জমিতে আমনের চাষ বাড়ায় ধানের ফলন বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় আমন চাষাবাদ হয়েছে ১ লাখ ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন।

রাজনগর উপজেলার মহলাল গ্রামের কৃষক আজাদ মিয়া বলেন, এবার সাত একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বাজারের সঠিক মূল্য পেলে ধানের ভর্তুকী দিতে হবে না।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী (কৃষিবিদ) জানান, এ বছর সময়মত বৃষ্টি হওয়ায় রোগ বালাই মুক্ত ছিল ফসল। তাই আমনের ফলন ভাল হয়েছে। এখন পর্যন্ত জেলায় শতকরা ৮ ভাগ ধান কাটা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা