নতুন ট্যাটু করাবেন ভাবছেন?


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

নতুন ট্যাটু করাবেন ভাবছেন?

আজকাল ট্যাটু বেশ জনপ্রিয়। একসময় শুধু পুরুষরাই শখ করে দেহে ট্যাটু করাতেন। তবে সময় বদলেছে। নারীরাও আজকাল ট্যাটু করান। হয়তো ট্যাটু বিষয়টি বাংলাদেশে এতটাও জনপ্রিয়তা অর্জন করেনি। তবে আস্তে আস্তে আগ্রহ বাড়তে শুরু করেছে। যেহেতু ট্যাটু করানোর বিষয়টিও নতুন সেহেতু ট্যাটু করানো নিয়ে অনেক ভুল ধারণা আছে। মূলত একে ট্রেন্ড হিসেবে ভেবে করানোটা ভুল। বরং ট্যাটু করানোর আগে কিছু জিনিস খেয়াল করা উচিত। তারপর ভাবুন ট্যাটু করাবেন কি করবেন না:

আপনি যদি অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ট্যাটু না করানোই ভাল। সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঢিলেঢালা পোশাকে স্বস্তি নিয়েই ট্যাটু করাতে যাবেন।  

যে স্টুডিওতে ট্যাটু করাবেন সেই স্টুডিও কিভাবে তাদের ট্যাটুর যন্ত্রপাতি পরিষ্কার রাখে পর্যবেক্ষণ করুন। শুধু খরচের মাত্রা দেখে কোনো স্টুডিও নির্বাচন করবেন না

ট্যাটু করানোর সময় কি ধরণের কালি ব্যবহার হচ্ছে এবং কালির উৎপাদনগত তথ্য দেখুন। তারপর নিশ্চিত হয়ে ট্যাটু করান। কারণ ট্যাটু করানোর পর কালি তুলে ফেলা সহজ না। 

আপনার ত্বক আদৌ কালির সংস্পর্শে ঠিক থাকে কিনা লক্ষ্য করুন। বিশেষত লাল রঙে এলার্জি হওয়ার সম্ভাবনা থাকে।  ট্যাটু তুলে ফেলার পদ্ধতি সম্পর্কে খোঁজ নিন৷ ট্যাটু করার আগে ও পরে বুঝে নিন আদৌ ট্যাটু করার পর তা তুলতে গেলে ক্ষতি হবেনা কোনো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা