আফগানিস্তানের রাজধানী হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

আফগানিস্তানের রাজধানী হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বিস্ফোরণ ঘটেছে। কি কারণে এটা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ইমপ্রোভাইজড বোমার কারণে এটা হতে পারে। সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে আহত মানুষদের সরিয়ে নিতে দেখা গেছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এলাকাটির এক দোকানি জানিয়েছেন, বিস্ফোরণে তার দোকানটি কেঁপে ওঠে। পরে আহতদের সরিয়ে নিতেও দেখেছেন তিনি।

এর আগে, গত শনিবারই ম্যাগনেটিক বোমার বিস্ফোরণ ঘটেছিল কাবুলে। সেটার পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আছে বলে ধারণা করা হচ্ছে। এখন ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা